‘লাস্ট স্টোরিজ ২’তে দেখা মিলবে কাজলের


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 24-06-2023

‘লাস্ট স্টোরিজ ২’তে দেখা মিলবে কাজলের

দেখতে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পার করে ফেলেছেন কাজল। এই লম্বা সফরে বলিউডের অনেক বদলের সাক্ষী থেকেছেন ‘বাজিগর’ গার্ল। শুরুর দিনের সঙ্গে বর্তমান সময়ে কাজের কতটা পার্থক্য তৈরি হয়েছে? এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন সামনে রাখা হয়েছিল অজয় ঘরণীর। নায়িকার চটপট জবাব, ‘এখন আমরা ভ্যানিটি ভ্যান পাই। যা শুরুর দিনে ছিল না। মেয়ে হিসাবে অভিনেত্রী হিসাবে আমি বলে বোঝাতে পারব না, এর জন্য আমি কতটা কৃতজ্ঞ। ভ্য়ানিটি ভ্যান থাকার প্র্যাক্টিকল সুবিধা কী কী রয়েছে তা বলে বোঝানো যাবে না। সেই সময় আমাদের সাড়ে ছ ফুট বা সাত ফুটের একটা চাদর দেওয়া হত আর হেয়ারড্রেসার সঙ্গে থাকত!’ 

কাজলের মুখে একথা শুনে অবাক হয়ে যান পরিচালক অমিত শর্মা। জানতে চান, ‘সত্যি এমনটা হত?’ ইতিবাচক জবাব দেন কাজল। দ্য় কুইন্টকে দেওয়া সাক্ষাৎকারে কাজল আরও বলেন, 'আরেকটা পরিবর্তন হল মোবাইল ফোন। আগে তো এটা ছিল না। থাকলে না জানি আমার কী কী কাণ্ডকারখানা রেকর্ড হয়ে যেত! ভাগ্যিস আমার বয়স ৪০-এর বেশি আর আমার সময়ে মোবাইল ফোন ছিল না…।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে আউটডোর শ্য়ুটিংয়ে ভ্যানিটি ভ্যানের প্রচলন ছিল না। এর জেরে দশকের পর দশক ধরে ভুগতে হয়েছে অভিনেত্রীদের। দিন কয়েক আগে এই নিয়ে মুখ খুলেছিলেন জয়া বচ্চন। বচ্চন ঘরণী জানান, ‘আমাদের খুব অসুবিধা হত’। নাতনি নভ্যার পডকাস্টে এসে তিনি বলেছিলেন, ভ্যানিটি ভ্যানের সুবিধা না থাকায় স্যানিটারি কাপড় বদলাতেও বেগ পেতে হত অভিনেত্রীদের। শ্যুটিং সেটে মহিলাদের কাজের নন্যুতম সুবিধাটুকু মজুত থাকতো না। জয়া যোগ করেন, আমরা যখন আউটডোর শ্যুট করতাম আমাদের ভ্যানিটি থাকত না। আমাদের ঝোপঝাড়ের পিছনে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হত… মানে পুরো পাগল পাগল পরিস্থিতি! টয়লেট থাকত না, তোমাকে মাঠে বা পাহাড়ের উপর প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হত। খুব অদ্ভূত পরিস্থিতি ছিল, লজ্জাজনক’।

শীঘ্রই নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’তে দেখা মিলবে কাজলের। লাস্ট স্টোরিজ ২’-এ অমিত শর্মা পরিচালিত গল্পে রয়েছেন কাজল। একেবারে ডি-গ্ল্যাম অবতারে দেখা যাচ্ছে তাঁকে। যে সন্দেহ করে তাঁর বাড়ির কাজের লোকের প্রতি কু-নজর রয়েছে স্বামীর। আর এই সন্দেহের বশেই কাজ থেকে ছাড়িয়ে দেয় পরিচারিকাকে। ছবিতে কাজলের স্বামীর চরিত্রে রয়েছেন কুমুদ মিশ্রা। 

কেন ‘লাস্ট স্টোরিজ-২’ অভিনয়ে রাজি হলেন অভিনেত্রী? সে কথাও সাক্ষাৎকারে খোলসা করেন কাজল। কাজল বলেন, ‘আমি অমিতকে (পরিচালক অমিত শর্মা) প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটা হল, এটার জন্য আমাকে কেন ভাবছেন? উনি জোর দিয়েছিলেন যে আমি যেন চিত্রনাট্যটা ভালোভাবে পড়ে দেখি। আমি যখন প্রথমবার চিত্রনাট্য পড়ে দেখি তখন এই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারিনি। তবে চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় ছিল যে আমি শেষ পর্যন্ত হ্যাঁ বলেছিলাম।’

‘লাস্ট স্টোরিজ’ ২ পরিচালনা করেছেন অমিত আর শর্মা, আর বাল্কি, সুজয় ঘোষ এবং কঙ্কনা সেনশর্মা। কাজল-কুমুদ মিশ্রা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে তামান্না ভাটিয়া-বিজয় বর্মা, নীনা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, অঙ্গদ বেদী, অম্রুতা সুভাষদের। ছবি প্রযোজনা করেছে রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ এবং আশি দুয়ার ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্ট। ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]