গরু ও মাংস আমদানি চেয়ে হাইকোর্টে রিট


অর্থনীতি ডেস্ক: , আপডেট করা হয়েছে : 20-06-2023

গরু ও মাংস আমদানি চেয়ে হাইকোর্টে রিট

গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে গরু ও গরুর মাংস আমদানি চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মাহমুদুল হাসান।

এতে বলা হয়, গরুর মাংস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ইতোমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

রিটে বলা আরও বলা হয়েছে, আমদানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, গরুর মাংস একটি আমদানিযোগ্য পণ্য। অপরদিকে ‘দ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার’ ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী, প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজারমূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য। কিন্তু টিসিবি বিদেশ থেকে জীবন্ত গরু এবং গরুর মাংস আমদানি না করে তার আইনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।

এছাড়া রিটে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও সংস্থার ব্যর্থতার জন্য বাজারে গরুর মাংস নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এতে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে বিবাদী করা হয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]