চাঁপাইনবাবগঞ্জের প্রাচীনতম রেলস্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপ দিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার এ কর্মসূচি পালন করা হয়।
রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রহনপুরের ব্যবসায়ী সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে রহনপুরের সমস্ত দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে বন্ধ ছিল। শুধুমাত্র খাবারের দোকান ও ঔষধের দোকান খোলা ছিল। রেল বন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সমগ্র রহনপুর পৌর এলাকায় বাইক যোগে বিভিন্ন মার্কেট পরিদর্শন করা হয়। দোকানপাট বন্ধের কার্যক্রম পরিদর্শন কালে ব্যবসায়ীগণ চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কর্মসূচির সমর্থনে রেলস্টেশন চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আসাদুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন বুলবুল, সেরাজুল ইসলাম টাইগার, তৌহিদুজ্জামান বাবু, হাবিবুর রহমান প্রমুখ। পথসভা থেকে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ১ মার্চ মঙ্গলবার রহনপুরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।
রাজশাহীর সময় /এএইচ