সৌদিতে বাংলাদেশি ২২ হজযাত্রীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 19-06-2023

সৌদিতে বাংলাদেশি ২২ হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সোমবার (১৯ জুন) এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (রোববার মধ্যরাত ১টা ৫৯ মিনিট) ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮৭ হাজার ১২১ জন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৭১৫টি ভিসা ইস্যু করা হয়েছে। সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯%।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪)।

 সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

 একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:

 সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন।

বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )।

হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় ২১ মে এবং সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই আর শেষ হবে (ফিরতি ফ্লাইট) ০২ আগস্ট।

 সৌদি আরবের আকাশে গতকাল রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ২৮ জুন ঈদুল আজহা (কোরবানি) উদ্‌যাপন হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]