প্রবল ঘূর্ণিঝড়ের জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। নিখোঁজ ২০ জন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও ডি জেনিরো গ্র্যান্ডে ডো সুলেতে এই প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
যেসব এলাকায় বন্যা পরিস্থিতি রয়েছে সেখানে হেলিকপ্টারে করে আকাশ জরিপ করা হচ্ছে এবং নিখোঁজদের খোঁজ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর, এখানে ৮ হাজার মানুষ এই ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছেন।
রিও ডি জেনিরো গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন যে, "কারার পরিস্থিতি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমাদের এই ক্ষতিগ্রস্থ এলাকায় সুশৃঙ্খলভাবে সাহায্য করা প্রয়োজন।"
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাতে মেচেনে প্রবল বর্ষণ হয়েছে, এক ফুট পর্যন্ত বৃষ্টি হওয়ায় লোকজনকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এতে স্থানীয় অনেক মানুষ আক্রান্ত হয়ে আউটডোর স্পোর্টস সেন্টারে আশ্রয় নিয়েছেন। অনেক এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
গত দুই দিনে এখন পর্যন্ত ২৪০০ জনকে উদ্ধার করেছে প্রশাসন। আধিকারিকরা জানিয়েছেন, "মানুষের জীবন বাঁচানোই হল আমাদের মূল লক্ষ্য। যারা আটকা পড়েছেন তাদের সাহায্য করার জন্য আমরা কাজ করছি।"
আধিকারিকরা জানিয়েছেন, "নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি, আমরা তাদের এবং তাদের পরিবারকে সব ধরনের সাহায্য করছি।" উল্লেখ্য, ব্রাজিলে এই বিপজ্জনক বন্যা সাধারণ, গত কয়েক দশকে এর কারণে বিপুল সংখ্যক মানুষ মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছেন অনেকে।