আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহী-সিলেটে ২৪ ম্যাজিস্ট্রেট


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-06-2023

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহী-সিলেটে ২৪ ম্যাজিস্ট্রেট

আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুই সিটির নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগে ও ভোটগ্রহণের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোট ২৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই দুই সিটি নির্বাচনে ভোটের দুই দিন আগে ও ভোটের দিন ও ভোটের পরের দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য তাদের নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির কথা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এজন্য সিলেট সিটিতে ১৪ জন এবং রাজশাহী সিটিতে ১০ জনসহ মোট ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৩ মে। মনোনয়নপত্র যাচাই-বাচাই ছিল ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ছিল ২৬ থেকে ২৮ মে। এছাড়া আপিল নিষ্পত্তি হয়েছে ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ২ জুন এবং নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]