ট্যাংক থেকে দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-02-2022

ট্যাংক থেকে দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার

বগুড়ার বিসিক এলাকার একটি ট্যাংক থেকে আব্দুল হান্নান (৪৫) ও সামছুল হক (৬০) নামে দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।

হান্নান বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার  জব্বার আলীর ছেলে। সামছুল শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে। তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মাসুদ মেটালের নৈশ প্রহরী ছিলেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, আব্দুল হান্নান ও সামছুল হকের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের হত্যা করে ট্যাংকিতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মাসুদ মেটালের মালিক সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন হান্নানের মুঠোফোন নম্বর থেকে তার কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে এবং লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, শুক্রবার সকালেও হান্নানের মুঠোফোন নম্বর থেকে আবারও ক্ষুদে বার্তা পাঠানো হয় এবং বলা হয় সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এ ধরণের হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংকে তাদের লাশ পাওয়া যায়।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]