কাশ্মীরে যৌথ অভিযানে ৫ পাক জঙ্গি নিহত


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 16-06-2023

কাশ্মীরে যৌথ অভিযানে ৫ পাক জঙ্গি নিহত

জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কুপওয়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ অনুপ্রবেশকারী পাক জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়।

জম্মু-কাশ্মীর পুলিশের একজন অতিরিক্ত ডিজি শুক্রবার সকালে টুইটে এই খবর জানিয়েছেন। কাশ্মীরে বেশ কিছু দিন পর নিরাপত্তা বাহিনী বড় ধরনের আক্রমণের মোকাবিলা করল। সরকারি সূত্রে জানানো হয়েছে, যৌথ বাহিনীর কাছে খবর ছিল পাক জঙ্গিরা কুপওয়ারার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, জুমাগুন্ড এলাকায় জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। জঙ্গিরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় দু পক্ষের লড়াই বাধে। সরকারি সূত্রে বলা হয়েছে, এটা ছিল এ বছর কুপওয়ারা সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের বড় ধরনের প্রয়াস ।

২০০৩ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণে সম্মত হওয়ার পর উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টা অনেকটাই কমে আসে। তারমধ্যেই জম্মুর পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে যা নতুন করে জঙ্গি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে বলে মনে করছে নিরাপত্তা উপদেষ্টারা।

এই পরিস্থিতিতে একটি সংঘর্ষে পাঁচ পাক জঙ্গি হত্যার ঘটনাকে বড় সাফল্য হিসাবে দেখছে দেশের নিরাপত্তা বাহিনীগুলি। নিরাপত্তা বাহিনীর তৎপরতার মুখে জম্মু-কাশ্মীরের অভ্যন্তরে জঙ্গি নাশকতায় অনেকটাই রাশ টানা গিয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রক। এ মাসের গোড়ায় সেখানে জি-২০ সম্মেলনের অঙ্গ হিসাবে সদস্য দেশগুলির পর্যটন বিষয়ক বৈঠকের আয়োজন করা হয়েছিল শ্রীনগরে। নিরাপদেই শেষ হয় সেই সম্মেলন। আগত প্রতিনিধিদের কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। অশান্তির ঘটনা ঘটেনি। কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ঘটনাতেও রাশ টানা গিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]