যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে বিশাল একটি এলাকা। এ সময় অন্তত তিনজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় টর্নেডোটি আঘাত হানে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের একাধিক অঙ্গরাজ্যের কয়েক লাখ মার্কিন নাগরিক ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রায়ই এসব রাজ্যে উচ্চ তাপমাত্রার পাশাপাশি বিপজ্জনক ঝড়, টর্নেডো, বজ্রঝড় এবং শিলাবৃষ্টির দেখা মিলছে।
টেক্সাসের পাশাপাশি কলোরাডো, ওকলাহোমা, আরকানসাস ও ফ্লোরিডায় এরই মধ্যে উচ্চ তাপমাত্রা, বিপজ্জনক ঝড়, টর্নেডো, বজ্রঝড় এবং শিলাবৃষ্টি থেকে সাবধানে থাকতে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে টেক্সাস উপত্যকার পেরিটন শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় আঘাত হানে একটি টর্নেডো। এ সময় আট হাজার বাসিন্দার শহরটির বেশ কয়েকটি বাড়িকে স্রেফ উড়ে যেতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে।
পেরিটন শহরে অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান পল ডুশার এবিসি নিউজকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এবং আনুমানিক ১০০ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।’