রহনপুর রেলবন্দর বাস্তবায়নের দাবিতে আগামীকাল দোকানপাট বন্ধ


আব্দুল বাশির (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 26-02-2022

রহনপুর রেলবন্দর বাস্তবায়নের দাবিতে আগামীকাল দোকানপাট বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দোকানপাট ও বাজারগুলো আগামীকাল ১ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের চলমান আন্দোলনের প্রতি সমর্থনে এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা।

আগামীকাল সকাল ৯ থেকে ১০ টা পর্যন্ত ওষুধ ও খাবারের দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। রহনপুর শিল্প বণিক সমিতিসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলো এ সিদ্ধান্ত জানিয়ে দেন ব্যবসায়ীদের।

রহনপুর শিল্প বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন চৌধুরী বলেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের চলমান আন্দোলনের প্রতি সমর্থনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সমিতি থেকে মাইকিং করে ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, দাবি নয় অধিকার রহনপুর স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দর করতে হবে।

রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেল বলেন, রহনপুর রেলওয়ে শুষ্ক স্টেশনকে পূর্নাঙ্গ ট্রানজিট পয়েন্ট রুপান্তরের দাবি জানিয়ে আসছি।তিন উপজেলার সর্বস্তরের জনগন সমর্থন জানিয়েছেন। সাথে ব্যবসায়ী সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করেছেন। এরপরে আগামী মঙ্গলবার রহনপুরে বিক্ষোভ মিছিল বের করা হবে।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]