বঙ্গবন্ধুর মুর‌্যালে ভারতের প্রতিনিধিদের শ্রদ্ধা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-02-2022

বঙ্গবন্ধুর মুর‌্যালে ভারতের প্রতিনিধিদের শ্রদ্ধা

বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রতিনিধি দল। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ৩১ জনের একটি প্রতিনিধি দল সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে সোনামসজিদ পর্যটন মোটেলে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান ও সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ অন্যরা। 

অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-মঞ্জু পাল, তরুণ চক্রবর্তী, শুভ প্রসন্ন ভট্টাচার্য, সত্যম রায় চৌধুরী, মৌসুমী রায় চৌধুরী ও সাংকু বোসসহ অন্যরা।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]