ইতিহাসের সবচেয়ে বড় মহড়া শুরু করল ন্যাটো


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 13-06-2023

ইতিহাসের সবচেয়ে বড় মহড়া শুরু করল ন্যাটো

ইতিহাসের সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ৷ স্থানীয় সময় সোমবার থেকে জার্মানির আকাশে শুরু হওয়া ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামের এই মহড়া ২৩ জুন পর্যন্ত চলবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

১২ দিনব্যাপী এই মহড়ায় ন্যাটোর ২৫টি অংশীদার দেশের ১০ হাজার সামরিক সৈন্যসহ প্রায় ২৫০টি বিমানে অংশ নেবে৷ যুক্তরাষ্ট্র একাই আটলান্টিকজুড়ে ১০০টি বিমান পাঠাচ্ছে৷ আকাশ-মহড়ায় অংশগ্রহণকারীরা তিনটি ফ্লাইট অঞ্চলে সংকট পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করতে হবে তার প্রশিক্ষণ দেবে৷

১৯৪৯ সালে ন্যাটো গঠনের পর এ মহড়াই হতে যাচ্ছে সামরিক জোটটির সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা মহড়া। এর জন্য চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে জার্মানি। মহড়ায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ কমব্যাট এয়ারক্রাফটও রয়েছে।

সোমবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, এই মহড়ার লক্ষ্য এটা স্পষ্ট করে দেয়া যে ন্যাটো এবং জার্মান বিমান বাহিনী নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

মহড়ার একটি অংশ হচ্ছে এয়ারফিল্ড খালি করা। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে কী করণীয়, তা এই মহড়ায় অনুশীলন করা হবে।

এ ছাড়া আকাশ থেকে স্থলে থাকা সেনাদের সহায়তা করা, শত্রুর ফাইটার জেটের সঙ্গে আকাশে যুদ্ধ করা, ফাইটার বোম্বার দিয়ে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা ইত্যাদি মহড়াও অনুষ্ঠিত হবে। শত্রুর সাবমেরিন বা জাহাজ প্রতিহত করার অনুশীলনও করবেন সেনারা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]