নাটোর হাসপাতাল থেকে নবজাতক চুরি, কুষ্টিয়ায় উদ্ধার


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 10-06-2023

নাটোর হাসপাতাল থেকে নবজাতক চুরি, কুষ্টিয়ায় উদ্ধার

নাটোর সদর হাসপাতাল থেকে নার্সের ছদ্মবেশে চুরি করে নিয়ে যাওয়া নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর পুলিশ। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। শরিবার সকালে কুষ্টিয়া জেলার পোড়াদহ থানার খাজানগর গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা নাটোর সদর হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভর্তি হন। ওই দিন সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন তিনি। শুক্রবার দুপুর ১২টার দিকে একজন নারী নার্সের অ্যাপ্রোন ও মাস্ক পরে ডাক্তারের কাছে চেকআপের কথা বলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। বেশ কিছুক্ষণ পরে ফেরত না এলে শিশুর স্বজনরা খোঁজ করে আর পাননি।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম। সিসিটভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতেই নার্স ছদ্মবেশী কাজলীকে শনাক্ত করা হয়। কাজলী কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়ার পোড়াদহ থানার খাজানগর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আট হাজার টাকায় শিশুটিকে ওই গ্রামের এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন কাজলী। ওই দম্পতির কাছে শিশুটিকে নিজের সন্তান হিসেবে দাবি করেন তিনি।

চুরি যাওয়া সন্তানের বাবা মাহফুজুর রহমান বলেন, ‘আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]