বন্যার আগমনে সিরাজগঞ্জে নৌকা তৈরির ধুম


আরিফুল ইসলাম প্রিন্স , আপডেট করা হয়েছে : 08-06-2023

বন্যার আগমনে সিরাজগঞ্জে নৌকা তৈরির ধুম

বর্ষার আগমনে সিরাজগঞ্জে যমুনা নদী ও চলনবিলে পানি আসতে শুরু করছে। ফলে নদী ও বিল এলাকার মানুষ বন্যা মোকাবিলায় নতুন নৌকা তৈরি ও পুরোনো নৌকা মেরামতের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলার যমুনা তীরবর্তী পাঁচটি উপজেলা কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদরসহ চলনবিলের অধিকাংশ এলাকাই বন্যাপ্রবণ।

ফলে বর্ষা মৌসুমে তলিয়ে যায় এসব এলাকার অধিকাংশ রাস্তাঘাট। এ সময় এই সব এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম হয় নৌকা। নদী ও চলনবিলের মানুষ নৌকা দিয়ে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকেন। তাছাড়া যমুনা ও চলনবিলে মাছ শিকারের জন্য ছোট ছোট ডিঙি নৌকা ব্যবহার হয়ে থাকে। তাই বর্ষা মৌসুম আসার আগে থেকেই নৌকা তৈরি ও মেরামতের হিড়িক পড়েছে। তাড়াশের নওগাঁ হাটের নৌকা বিক্রেতা আব্দুস ছালাম বলেন, বিভিন্ন কারখানায় তৈরি করা নৌকা কিনে এনে হাটে হাটে বিক্রি করি। বন্যার সময় চলনবিলে নৌকার চাহিদা প্রচুুর।

নৌকা ক্রেতা নাদো সৈয়দপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, বন্যায় নিচু সড়ক ডুবে যায় তাই পরিবারের সদস্যদের পারাপার করার জন্য ছোট নৌকা ২ হাজার ৫শ টাকা দিয়ে কিনেছেন। যমুনা নদী তীরবর্তী শুভগাছা এলাকার জেলে শাহ আলী বর্ষা মৌসুমে নদীতে মাছ শিকারের জন্য ১২ হাত লম্বা একটি নতুন নৌকা তৈরি করছেন প্রায় ১০ হাজার টাকা খরচ করে। তিনি এক কাঠ মিস্ত্রিকে আড়াই হাজার টাকা চুক্তিতে নৌকাটি তৈরি করার। মাত্র চার দিনে নৌকা তৈরির কাজ শেষ করেছেন সেই মিস্ত্রি।

সিরাজগঞ্জ সদর উপজেলার দোরতা চরের হাফিজ উদ্দিন জানান, প্রতি বছরই যমুনাতে পানি আসার আগেই নতুন নৌকা তৈরী ও পুরাতন নৌকা মেরামত করা হয়।

তিনি জানান, নতুন একটি (৪০) হাত নৌকা তৈরী করতে দেড় দুই লাখ টাকা খরচ হয় । একটি নৌকা তৈরী করতে সময়ও লাগে প্রায় দুই মাস। তাই আগে থেকে তৈরী না করলে বর্ষা আসলে বিপাকে পরতে হয়। যে কারনে নদী পারের মানুষেরা বর্ষা আগেই নৌকা তৈরী করে।

নৌকা তৈরীর মিস্ত্রী বিমল কুমার সূত্রধর জানান, একটি বড় নৌকা তৈরী করতে আমাদের দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগে। আমরা দৈনিক ৮’শ টাকা হাজিরায় কাজ করি। প্রতি বছর ৩ থেকে ৪টি বড় নৌকা তৈরী করি এছাড়া ছোট ও ডিঙ্গি নৌকা তৈরী ও বিক্রী করি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]