সর্বোত্তম জীবিকা ও উপার্জন কী?


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-06-2023

সর্বোত্তম জীবিকা ও উপার্জন কী?

হালাল উপার্জন ও জীবিকার গুরুত্ব অনেক বেশি। ফরজ ইবাদত নামাজের মতোই এটি গুরুত্বপূর্ণ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষকে নামাজ পড়ার পরপরই জীবিকার সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

‘এরপর নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমআ: আয়াত ১০)

বেঁচে থাকার জন্য আয়-উপার্জন ও উত্তম জীবিকার বিকল্প নেই। নিজের শ্রমে উপার্জিত অর্থ যেমন উত্তম তেমনি নিজের শ্রমের আয়-উপার্জনে কেনা আহারই ব্যক্তির জন্য সর্বোত্তম। হাদিসের আলাদা দুইটি বর্ণনায় তা সুস্পষ্ট। এ সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

১. সর্বোত্তম জীবিকা: হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিজের (শ্রমের আয়) উপার্জনের আহারই সর্বোত্তম আহার। আর তোমাদের সন্তানদের উপার্জনও তোমাদের উপার্জনের মধ্যে গণ্য।’ (আবু দাউদ)

২. সর্বোত্তম উপার্জন: হজরত রাফে ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সর্বোত্তম উপার্জন কোনটি? জবাবে তিনি বলেন, ব্যক্তির নিজস্ব শ্রমলব্ধ উপার্জন ও সততার ভিত্তিতে ক্রয়-বিক্রয়।’ (মুসনাদে আহামদ)

সর্বোত্তম জীবিকার জন্য দোয়া: নামাজের পর যেমন উত্তম রিজিক তালাশে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ এসেছে কোরআনে। তেমনি উত্তম রিজিকের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতেও বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলো-

اَللَّهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে উত্তম জীবিকা প্রার্থনা করছি।’

সুতরাং মানুষের উচিত, কোরআন-সুন্নাহর আলোকে উত্তম রিজিক তালাশে আগে ফরজ নামাজ আদায় করা। নামাজের পর আল্লাহর ওপর ভরসা করে উত্তম রিজিক তালাশে জমিনে বেরিয়ে পড়া। তবেই আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন সর্বোত্তম উপার্জন ও জীবিকা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজ আয়-ইনকামে উত্তম জীবিকা বা আহারের ব্যবস্থা করার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা মোতাবেক সঠিক শ্রম ও উত্তম আহারের তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]