বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-06-2023

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৫ জুন) ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ নিহত যুব‌কের লাশ নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশি যুব‌কের নাম ইউসুফ আলী (২৫)। ‌তি‌নি লালম‌নিরহা‌টের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ১০-১২ জন গরু আন‌তে ভারতীয় সীমানায় প্রবেশ ক‌রেন। ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু ‌নি‌য়ে বাংলা‌দে‌শে ফিরছিলেন। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তা‌দের লক্ষ্যো ক‌রে গুলি করেন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। প‌রে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নি‌জে‌দের জিম্মায় নেয়।

৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম ব‌লেন, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হ‌য়ে‌ছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]