কানাডায় ভয়ঙ্কর দাবানল, পুড়ে যাচ্ছে একের পর এক শহর


তুরজিম তানজিম : , আপডেট করা হয়েছে : 31-05-2023

কানাডায় ভয়ঙ্কর দাবানল, পুড়ে যাচ্ছে একের পর এক শহর

একদিকে বন্যা, অন্য়দিকে দাবানল । দুইয়ের ধাক্কায় জর্জরিত কানাডাবাসী। দাবানল আরও বিধ্বংসী আকার নিয়েছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দাবানলের কারণে কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

 বর্তমানে গোটা দেশজুড়ে ১১০টি জায়গায় দাবানল হচ্ছে। এরমধ্যে ৩৬টি দাবানলই নিয়ন্ত্রণের বাইরে। এখনও অবধি ২৪ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কানাডার শাসক দল ইউনাইটেড কনজারভেটিভ পার্টির প্রধান ড্যানিয়েল স্মিথ জানান, আলবার্টায় দাবানল ভয়ঙ্কর আকার নিয়েছে। দমকলকর্মীদের জন্যও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে। ঝোড়ো শুষ্ক হাওয়াও আগুনের ফুলকি উড়ছে গোটা শহরজুড়ে। শনিবার কিউবেক ও অন্টারিও থেকেও অতিরিক্ত দমকল বাহিনী আনানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী তাপমাত্রা রেকর্ড গড়ছে। যার জেরে এ বার দাবানলে বিধ্বস্ত পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশ। এখনও বিভিন্ন এলাকা মিলিয়ে কমপক্ষে ৭৮টি বানল  জ্বলছে বলে জানাচ্ছে দমকল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা। সেখানে ইতিমধ্যেই ২০টি বাড়ি ও স্থানীয় থানাটি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যালবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনের পশ্চিমে অবস্থিত ড্রেটন ভ্যালি অঞ্চলটিও দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেখানে বাস কমপক্ষে সাত হাজার মানুষের।

যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুতি বাড়াচ্ছে প্রশাসন। এক আধিকারিকের কথায়, ‘‘এই অঞ্চলে দাবানল বিরল কিছু নয়। তবে বছরের এই সময়ে এত দাবানলের দাপট সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। যা পূর্বাভাস তাতে বোঝাই যাচ্ছে যে আরও গরম বাড়বে, হাওয়ার তোড়ও আরও তীব্র হবে। ফলে দাবানলের তীব্রতাও আরও বৃদ্ধি পাবে। পরিস্থিতি যাতে কড়া হাতে মোকাবিলা করা যায় তার জন্য কোমর বাঁধছেন আমাদের দমকল কর্মীরা।’’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]