ফের বিতর্কে ব্রিটেন । এবার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠের হাতে ব্রিটেনের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত মুমতাজ গফফর খানকে ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করেছে বাকিংহাম প্রাসাদ। সূত্রের খবর, পাকিস্তানি বংশোদ্ভূত মুমতাজ বা তাজ খানের একাধিক ‘কমিউনিটি কিচেন’ পরিষেবা রয়েছে। সেই সূত্রেই ‘কমিউনিটি সার্ভিস’ বা সমাজসেবায় এই সম্মান তাঁকে দেওয়া হল।
মুমতাজ খান বছরে অন্তত ছয়বার পাকিস্তান যান বলে খবর। সেখানে দাউদের বাড়িতেও তিনি নিয়মিত অতিথি। এ’হেন ব্যক্তিকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান দেওয়ায় ভারত-ব্রিটেনের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
২০২২ সালের ১ জানুয়ারিতে রানি এলিজাবেথের স্বাক্ষরিত এই সম্মানে বলা হয়েছে, রানি অত্যন্ত আনন্দের সঙ্গে নির্দেশ জারি করেছেন, যাতে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখার জন্য ‘মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে মুমতাজ খানকে সম্মানিত করা হয়।
‘দ্য সানডে গার্ডিয়ান’ পত্রিকার মতে, এই ব্যক্তিই নাকি ২০১৭ সালে পাকিস্তানি ব্যবসায়ী জাবির সিদ্দিকির ‘গ্যারান্টার’ হিসেবে দাঁড়িয়েছিলেন। এই জাবির সিদ্দিকি, ওরফে মোতি দাউদের অন্যতম ঘনিষ্ঠ, ২০১৭ সালের আগস্টে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে অবশ্য সরকারিভাবে এই ঘটনাটিকে নিয়ে কিছু মন্তব্য করা হয়নি।