অপারেশন ছাড়াই রোগীর পেট থেকে বের হলো ১৫টি কলম!


সিরাজগঞ্জ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 28-05-2023

অপারেশন ছাড়াই রোগীর পেট থেকে বের হলো ১৫টি কলম!

সিরাজগঞ্জে অপারেশন ছাড়াই মোতালেব হোসেন (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন এক রোগী পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসকরা।

এন্ডোস্কপির মাধ্যমে ওই যুবকের পেট থেকে ওই সব কলম বের করেন সিরাজগঞ্জ শহিদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সার্জারি বিভাগের একদল চিকিৎসক।

ভুক্তভোগী মোতালেব হোসেন, তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গত (১৬ মে) ওই রোগী সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন।

পরের দিন (২৭ মে) হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগীর এন্ডোস্কপি করেন চিকিৎসকরা।

হাসপাতালের কনসালট্যান্ট ডা. আমিনুল ইসলাম খান জানান, পেটে ব্যাথা নিয়ে ওই রোগী প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। সেখানে চিকিৎসকরা এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করেও পেটে কি সমস্যা সেটি শনাক্ত করতে পারেননি। এরপর কনসালট্যান্ট হিসেবে রোগীকে আমার কাছে পাঠানো হয়।

চিকিৎসক আরো বলেন, পরীক্ষা করে তার পেটের পাকস্থলীতে কলম থাকার বিষয়টি নিশ্চিত হই। এরপর অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। রোগীর শ্বাস প্রশ্বাস সচল রেখে ও কোন রকম রক্তক্ষরণ ছাড়াই প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আমরা পাকস্থলী থেকে ১৫টি কলম বের করা হয়।

রোগীকে এখনও হাসপাতালে রেখে মানসিক ও শারীরিক রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন তিনি শংকামুক্ত বলে কর্তব্যরত জানান চিকিৎসক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]