নিরাপত্তা বেষ্টনী ভেঙে তীব্র গতিতে ট্রাক ঢুকছিলো হোয়াইট হাউসে, উদ্দেশ্য জো বাইডেনকে খুন করা


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 24-05-2023

নিরাপত্তা বেষ্টনী ভেঙে তীব্র গতিতে ট্রাক ঢুকছিলো হোয়াইট হাউসে, উদ্দেশ্য জো বাইডেনকে খুন করা

 ঘড়ির কাঁটা তখন রাত ১০টা পেরিয়েছে। হোয়াইট হাউস থেকে কিছুটা দূরেই প্রবল হুলস্থুল বেঁধেছে। ভারতীয় বংশোদ্ভূত ১৯ বছরের এক তরুণ ভাড়া করা একটি ট্রাক নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গুঁড়িয়ে দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল হোয়াইট হাউসের দিকে। উদ্দেশ্য, প্রেসিডেন্ট জো বাইডেনকে খুন করে ‘ক্ষমতা দখল’ করা ! তার দাবি এবং কার্যকলাপ দেখে হতভম্ব মার্কিন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।

বর্ষিত খান্ডুলা নামে ওই তরুণকে অবশ্য অল্প সময়ের মধ্যেই আটকে দেয় পুলিশ।

কিছুক্ষণের মধ্যেই অবশ্য গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, একটি ভাড়া করা ইউ-হল ট্রাক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের অদূরেই লাফায়েট পার্কের উত্তর দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল বর্ষিত। এই দৃশ্য দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পথচারীরা। হোয়াইট হাউসের গেট থেকে বেশ কিছুটা দূরে এই ঘটনা ঘটলেও দুর্ঘটনা রুখতে তৎপরতার সঙ্গে রাস্তা এবং ফুটপাত বন্ধ করে দেয় পুলিশ। হে-অ্যাডামস নামে একটি হোটেলও খালি করে দেওয়া হয়। যদিও দুর্ঘটনায় কেউ আহত হয়নি।

সূত্রের খবর, বর্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির চেস্টারফিল্ডের বাসিন্দা। সোমবার রাতেই সেন্ট লুইস থেকে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে সে। তারপরেই ওই ট্রাকটি ভাড়া নেয় সে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত দাবি করেছে, গত ৬ মাস ধরে এই হামলার ছক কষছিল। একটি ‘গ্রিন বুক’-এ সব পরিকল্পনা লিখে রাখত সে। তার উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে খুন করে ক্ষমতা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক হয়ে ওঠা।

সিক্রেট সার্ভিসের এজেন্টরা জানিয়েছেন, বর্ষিতের ব্যাকপ্যাক থেকে একটি হ্যাকেনক্রুজ প্রতীক চিহ্নিত পতাকা পাওয়া গিয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, এই প্রতীকটির একটি দুর্দান্ত ইতিহাস রয়েছে, তাই অনলাইনে পতাকাটি কিনেছিল সে। জেরায় অভিযুক্ত আরও জানায়, সে হিটলারের ভক্ত। নাৎসিদের স্বৈরাচারী মনোভাব, একনায়কতন্ত্র এবং ইউজেনিক্স তার অত্যন্ত পছন্দের।

বর্ষিতের প্রতিবেশীরা জানিয়েছেন, তারা ওই তরুণকে চমৎকার স্বভাবের এবং শান্তশিষ্ট বলেই জানতেন। এমনকী, চেস্টারফিল্ডের পুলিশও জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধের কোনও ইতিহাস নেই। এমন কাণ্ডে তার বন্ধুরাও অবাক। বর্ষিত যে নাৎসি মতাদর্শে বিশ্বাসী, ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও তাঁরা সেটা বুঝতে পারেননি। তরুণের কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]