"পাওনাদারের বাড়িতে ঋণ গ্রহীতার লাশ" মূল আসামি ইদ্রিস গ্রেফতার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 24-05-2023

"পাওনাদারের বাড়িতে ঋণ গ্রহীতার লাশ" মূল আসামি  ইদ্রিস গ্রেফতার

চট্টগ্রামের রাউজান এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর "পাওনাদারের বাড়িতে ঋণ গ্রহীতার লাশ" ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি মোঃ ইদ্রিস’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্রগ্রাম।

নিহত কাজী দিদারুল আলম (৬০) বিগত ৫ বছর পূর্বে বিদেশ হতে দেশে ফিরে জীবিকার তাগিদে ব্যবসা শুরু করে। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে দিদারুল এলাকায় ইদ্রিস সহ বিভিন্ন জনের নিকট টাকা ধার করে। এরপর আসামী মোঃ ইদ্রিছ এবং অন্যান্য পাওনাদাররা তাদের পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য ভিকটিমকে চাপ দেয় এবং টাকা না দিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। ভিকটিম পাওনা টাকা পরিশোধ করতে অপারগতা দেখালে পাওনারদারদের ভয়ে এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরে এসে বসবাস শুরু করে।

গত (১৩ মে) মৃত কাজী দিদারুল আলম জরুরী প্রয়োজনে এলাকায় আসলে তার পাওনাদার আসামী মোঃ ইদ্রিস, মোঃ ইউনুস এবং তাদের আরও ৬/৭ জন সহযোগীসহ ভিকটিমকে জোরপূর্বক অন্যায়ভাবে ইউনুসের বসতঘরে আটকে রাখে। ওই ঘরে আটক রেখে আসামীরা পাওনা টাকা পরিশোধের জন্য ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আসামীরা ভিকটিমকে ‘পাওনা টাকা পরিশোধ না করতে পারলে আত্মহত্যা করছ না কেন’ এই বলে আত্মহত্যার প্ররোচিত করে।

এরপর গত (১৬ মে) দিদারুল আলম তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে বলে ইউনুচ ও তার পরিবারের সদস্যদের নোয়াপাড়ায় পাঠিয়ে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় গলায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনায় মৃত্যের ছেলে কাজী মিনারুল আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় ৪জনের  নামে এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১২/৯৩, (১৭ মে) ধারা-৩৪৩/৩০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা দায়েরের পর হতে নিহত ভিকটিমকে অপহরণ করে আত্মহত্যায় প্ররোচনাকারী আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।  

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত মামলার অন্যতম প্রধান আসামী মোঃ ইদ্রিস চট্টগ্রাম জেলার কর্নফুলি থানাধীন আলতি নগর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত (২৩ মে) আড়াইটায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইদ্রিস (৫০), পিতা- মৃত নুরুল আমিন, সাং-মোকামীপাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]