পটুয়াখালীর ছবিকে কাশ্মীরের রাস্তা বলে দাবি!


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 24-05-2023

পটুয়াখালীর ছবিকে কাশ্মীরের রাস্তা বলে দাবি!

বাংলাদেশের একটি বুলেভার্দ রোডকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বুলেভার্দ রোড হিসেবে। জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগসহ কাশ্মীরের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজেদের টুইটার অ্যাকাউন্টে এ দাবি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট, কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাশ্মিরিয়াত এবং ফ্রি প্রেস কাশ্মীরের পৃথক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিপত্তির সূত্রপাত গত ১৮ মে। সেদিন জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি আলোকসজ্জিত রাস্তার ছবি টুইট করে লেখা হয়, ‘শ্রীনগরের বুলেভার্দ রোডকে অসাধারণ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। কাশ্মীরে জি-২০ সম্মেলনে যোগ দিতে সারা পৃথিবী থেকে যে প্রতিনিধিরা আসছেন, তাদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন।’

এরপর একই ভাষায় সেদিন একই টুইট করে কাশ্মীরের বাদগাম জেলার তথ্য ও জনসংযোগ বিভাগও। তারপর একে একে সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত কাশ্মীরের ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও’ সেই একই ছবি ভাষার একটু অদল-বদল করে পোস্ট করতে থাকেন। 

সেই ‘বুলেভার্দ রোডের’ ছবি আরও যারা পোস্ট করেছিলেন তাদের মধ্যে ‘সেভ ইয়ুথ সেভ ফিউচার’ নামে একটি এনজিওর কর্ণধার ওয়াজাহাত ফারুক ভাট, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিব মীর প্রমুখ উল্লেখযোগ্য। আকিব মীরের প্রোফাইল ঘেঁটে তাকে বিজেপির সমর্থক বলেই মনে হয়। পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে ট্যাগ করেছেন।  

তবে ছবিটি যে ভারতের নয়; বরং বাংলাদেশের, সেই ভুলটি ধরেছে ভারতের অনলাইন পোর্টাল দ্য কুইন্ট ডটকম। ‘Jhautola Patuakhali’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে বলে গণমাধ্যমটির অনুসন্ধানে বের হয়।

গুগল ম্যাপে কাশ্মীরের বুলেভার্দ রোডটি শনাক্ত করেও টুইটারের ছবিটির সঙ্গে মিল পাওয়া যায়নি। ইউটিউবে বুলেভার্দ রোডের সাম্প্রতিক একটি ভিডিও পরীক্ষা করেও এর সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।

এদিকে, শ্রীনগরের বুলেভার্দ রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ পুলিশ ফোর্সের টহলের একটি ছবি ১৮ মে প্রকাশ করে সিয়াসাত ডেইলি। এর সঙ্গেও ভাইরাল ছবিটির কোনো মিল ছিল না।

তবে জি-২০ সম্মেলনের ঠিক আগে এমন ঘটনা অস্বস্তিতে ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। উল্লেখ্য, এবার জি-২০ সম্মেলন ডাল হ্রদের তীরে অবস্থিত কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (এসকেআইসিসি) অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর এটি জম্মু ও কাশ্মীরে প্রথম কোনো বৈশ্বিক আয়োজন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]