সৌদির প্রথম মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন এই তরুণী!


তুরজিন তানজিম : , আপডেট করা হয়েছে : 21-05-2023

সৌদির প্রথম মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন এই তরুণী!

সৌদি আরবের প্রথম মহিলা হিসেবে মহাকাশে যেতে চলেছেন রায়ানা বার্নাবি। ‘অ্যাক্সিওম স্পেস’ নামে একটি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার একটি ব্যক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মিশনেই আর এক সৌদি বাসিন্দা আলি আল-কার্নির সঙ্গী হতে চলেছেন রায়ানা। স্থানীয় সময় রবিবার বিকেল ৫.৩৭ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে তাঁদের যাত্রা শুরু হতে চলেছে।

হিসেব মতো রায়ানাই সৌদির প্রথম মহিলা মহাকাশচারী। তিনি বর্তমানে স্তন ক্যানসার নিয়ে গবেষণা করছেন। তাঁর সঙ্গেই ‘অ্যাক্সিওম মিশন ২’-তে অংশ নিয়ে মহাকাশে যেতে চলেছেন সৌদির যুবক আলি, যিনি পেশায় একজন ফাইটার বিমান চালক। রায়ানা এবং আলির পাশাপাশি এই মিশনে মহাশূন্যে পাড়ি দেবেন আরও দু’জন- পেগি উইলসন নামে নাসার একজন প্রাক্তন মহাকাশচারী এবং জন শফনার নামে টেনেসির এক ব্যবসায়ী। পেগি এই নিয়ে চতুর্থবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন। অন্যদিকে, জন এই মিশনে পাইলট হিসেবে যুক্ত হয়েছেন। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে রবিবার বিকেলেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা হবেন ৪ জন।

আইএসএস-এ পৌঁছাতে তাঁদের সময় লাগবে সাড়ে ৩ দিন। সব ঠিক থাকলে সোমবার দুপুর দেড় টায় সেখানে পৌঁছে যাওয়ার কথা তাঁদের। ১০ দিন শূন্যে থাকার এই মিশনের অংশ হতে পেরে দারুণ খুশি রায়ানা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে গবেষণার পাশাপাশি মহাশূন্যে থাকতে থাকতেই নিজের অভিজ্ঞতা শিশুদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। ‘ওরা যখন পৃথিবীতে থাকা অবস্থায় নিজের জায়গা থেকে মহাকাশচারীদের দেখবে, সেই একই সময় শূন্য থেকে ওদের দেখতে পাওয়া একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে,’ জানিয়েছেন রায়ানা।

প্রথমবার মহাকাশে যাওয়া নিয়ে একই রকম উত্তেজিত আল কার্নি। ‘অজানাকে জানার আগ্রহ তো বরাবরই ছিল। এবারে আকাশ আর তারাদের দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি, তাতেই দারুণ খুশি,’ জানিয়েছেন কার্নি।

জানা গেছে, ৪ জন মহাকাশচারীর এই দল ১০ দিনের মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অন্তত ২০ রকম পরীক্ষা-নিরীক্ষা চালাবেন, যার মধ্যে রয়েছে মাধ্যাকর্ষণ-বিহীন জায়গায় স্টেম সেলের আচরণ লক্ষ্য করা। আইএসএস-এ (ISS) ইতিমধ্যেই রয়েছেন আরও ৭ জন মহাকাশচারী। ৩ জন রাশিয়ান, ৩ জন মার্কিন বাসিন্দা ছাড়াও সেই দলে আরবের বাসিন্দা মহাকাশচারী সুলতান-আল-নেয়াদি রয়েছেন, যিনি আরবের প্রথম নাগরিক হিসেবে গত মাসে স্পেসওয়াকে গিয়েছিলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁদের সঙ্গেই সম্মিলিতভাবে মহাকাশ-গবেষণা শুরু করবেন রায়ানা-আল কার্নিও।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]