মাদক সেবন করে মারা গেলে কবরস্থানে ঠাঁই হবে না!


সুমাইয়া তাবাস্সুম: , আপডেট করা হয়েছে : 20-05-2023

মাদক সেবন করে মারা গেলে কবরস্থানে ঠাঁই হবে না!

মাদক ব্যবসার বাড়বাড়ন্ত রুখতে, বা বলা ভাল তার প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিল অসমের মোরাইবাড়ি জেলা। মাদকদ্রব্য গ্রহণের ফলে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর দেহ, কিংবা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কারও দেহ কবরস্থানে কবর দিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোরাইবাড়ি কবরস্থান কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এমন কারও অন্ত্যেষ্টিতেও অংশ না নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

মোরাইবাড়ি টাউন কবরস্থান কমিটির সদস্যরা সম্মিলিতভাবে একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। মানুষকে মাদক গ্রহণের ক্ষতি সম্পর্কে অবহিত করতে এবং বেআইনি মাদক ব্যবসার বাড়বাড়ন্ত রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কবরস্থান কমিটির প্রেসিডেন্ট মেহবুব মুখতার।

তিনি আরও জানিয়েছেন, এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক মানুষজন রয়েছেন। মাদকের কারণেই অজস্র কিশোর-তরুণদের মৃত্যুর নজির রয়েছে। এমনকী, মোরাইবাড়ি এলাকাতেও মাদকাসক্ত তরুন তরুণীর সংখ্যা নেহাত কম নয় বলেই দাবি তাঁর। তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান মাদকাসক্তির প্রতিবাদ হিসেবেই কবরস্থান কর্তৃপক্ষের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই মাদক বিরোধিতায় সবচেয়ে কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত ২ বছরে ৯ হাজার ৩০৯ জনকে বেআইনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ১ হাজার ৪৩০ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এছাড়া ৪২০ একর জমিতে গাঁজা এবং আফিমের চাষ বন্ধ করা হয়েছে বলেও একটি টুইট বার্তায় জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]