পাকিস্তানে সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 20-05-2023

পাকিস্তানে সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তানের মার্গেট অঞ্চলের জারঘুনে দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী ও তিনজন সেনা নিহত হয়েছে। এছাড়া পেশোয়ারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে বোমা বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালায়। এর পরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গুলি বিনিময় শুরু হয়। আইএসপিআর জানায়, ব্যাপক গোলাগুলির সময় তিনজন সেনা শহীদ হয়েছেন।

নিহত সেনাদের মধ্যে রয়েছেন, সিপাহী জামীর আহমেদ, সিপাহী মুদাসসির শাহীদ এবং ল্যান্স নায়েক আব্দুল কাদির। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

অন্যদিকে, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে বোমা বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন।

ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম সমপরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে পুলিশ। আহতদের শহরের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ার পুলিশের জেষ্ঠ্য সুপারিন্টেডেন্ট হারুদ রশিদ পাকিস্তানের দৈনিক ডনকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, যে ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটেছে—সেটি পেশোয়ারের পেশাতাকারা পুলিশ স্টেশনের এক্তিয়ারভুক্ত। বিস্ফোরণের পর পুলিশ টিম, অ্যাম্বুলেন্স এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দ্য ন্যাশন



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]