জানাজার নামাজ ফরজে কেফায়া। জানাজা হলো আল্লাহর কাছে মৃতব্যক্তির জন্য দোয়া করা। জানাজায় বেশি লোক উপস্থিত হওয়া ভালো। জানাজা বিশুদ্ধ হওয়ার জন্য মরদেহ উপস্থিত থাকা শর্ত। জানাজার নামাজের রয়েছে ফরজ ও সুন্নত। জানাজার এই ফরজ ও সুন্নত কাজগুলো কী?
জানাজার ফরজ
জানাজার নামাজের ফরজ দুইটি। তাহলো-
১. জানাজার নামাজে চারবার তাকবির (আল্লাহু আকবার) বলা। প্রতি তাকবির এক রাকাতের স্থলাভিষিক্ত। তবে এ নামাজের কোনো রুকু এবং সেজদা নেই।
২. জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। ওজর ছাড়া জানাজার নামাজ বসে পড়া বৈধ নয়। আবার কোনো কিছুর উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।
জানাজার সুন্নত
জানাজার নামাজের সুন্নত তিনটি। তাহলো-
১. নিয়ত বেঁধে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া সুন্নত।
২. আল্লাহ তাআলার হামদ ও সানা পড়ার পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া সুন্নত।
৩. দরুদ পড়ার পর মৃতব্যক্তির জন্য দোয়া করা সুন্নত। (ইলাউস সুনান : ৮/১৭৪)
উল্লেখ্য, জানাজার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নত। তবে তিনের বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজার নামাজের ফরজ ও সুন্নত কাজগুলো মেনে মৃতব্যক্তির জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।