চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা হত্যা মামলার ৫ জন পলাতক আসামি গ্রেফতার


আবু হেনা , আপডেট করা হয়েছে : 24-02-2022

চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা হত্যা মামলার ৫ জন পলাতক আসামি গ্রেফতার

চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মন্ডল হত্যা মামলার পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।  

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

এসময় তাদের কাছ হতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন চন্ডিপুর গ্রামের মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, চাঁদপুর গ্রামের মোঃ নজরুল মালিথার ছেলে রনি মালিথা, চাঁদগ্রাম গ্রামের মোঃ আব্দুল হামিদ ওরফে কটার ছেলে জনি ও ড্যানি এবং একই গ্রামের মৃত জফো প্রামানিকের ছেলে জারমান প্রামানিক (৪০)।  

অভিযান পরিচালনা করেন সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর চৌকস অভিযানিক দল।  

র‌্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সকাল ৭টার সময় ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম মৌজাস্থ চাঁদগ্রাম চরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘদিন যাবত বিরাজমান বংশগত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মালিথা বংশের লোকজন কর্তৃক তিনি নির্মমভাবে হত্যার শিকার হন।

উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-১৮, তারিখ-১৯/০২/২০২২, ধারা-১৪৩/৪৪৭/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। উক্ত হত্যাকান্ডটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ফলশ্রুতিতে, পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মিন্টু মালিথা ও রনি  মালিথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকান্ডে তাদের কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথাকে সরাসরি হত্যা কান্ডে অংশগ্রহন করতে দেখেছে এবং বাকি ৩ জন তাদেরকে হত্যা কান্ডে অন্যান্য সহযোগিতা প্রদান করেছে বলে জানা গেছে।                                                                                                            

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]