এবারের বাজেট অধিবেশন আগামী ৩১ মে শুরু হবে, যা একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।
রোববার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সেদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট ১ জুন উপস্থাপনের সূচি ধরে এর আগে কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
আগামী অর্থবছরে সাড়ে সাত লাখ কোটি টাকার কিছুটা বেশি ব্যয় বরাদ্দ ধরে বাজেট প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয় বলে বাজেট কো-অর্ডিনেশন কাউন্সিলেরে বৈঠকের সূত্র ধরে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০২২ সালের ৯ জুন ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এবারেরটি নিয়ে সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন তিনি।
বাজেট অধিবেশন ডাকার বিষয়ে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।