গাজায় ইসরাইলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 11-05-2023

গাজায় ইসরাইলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার ভবনে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

পিআইজে’র সশস্ত্র শাখা জানিয়েছে, নিহত ওই কমান্ডার ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান। তার নাম আলি হাসান গালি। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত। অপরজনের পরিচয় জানানো হয়নি।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আলি হাসান গালি ইসরাইলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।

বুধবার (১০ মে) গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিকৃত গাজা ও পশ্চিম তীরে মঙ্গলবার (৯ মে) সকাল থেকে শুরু হওয়া থেকে পিআইজে’র বিরুদ্ধে ইসরাইলের অভিযানে গাজায় ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন পিআইজে কমান্ডার রয়েছেন।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে।

২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর-দুই ভূখণ্ডে প্রায় ১৩০ জন নিহত হয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]