রাশিয়ার ওপর জাপানের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-02-2022

রাশিয়ার ওপর জাপানের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পূর্ব ইউক্রেইনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে রাশিয়া সেনা মোতায়েনের আদেশ দেওয়ার পর দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বলেন, নিষেধাজ্ঞার আওতায় জাপানে রাশিয়ার সরকারি বন্ড বিক্রি নিষিদ্ধ থাকবে।

রাশিয়ার কয়েকজন ব্যক্তির জাপান ভ্রমণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা ছাড়াও তাদের সম্পদ জব্দ করবে টোকিও।তিনি বলেন, "রাশিয়ার কর্মকাণ্ড পরিষ্কারভাবেই ইউক্রেইনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ক্ষুন্ন করেছে। আমরা আরও একবার এই পদক্ষেপের সমালোচনা করছি এবং রাশিয়াকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার জোরাল আহ্বান জানাচ্ছি।"

"পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি নজরে রাখব।" নিষেধাজ্ঞার বিস্তারিত আগামী কয়েক দিনের মধ্যে ঠিক করে নেওয়া হবে বলেও জানান কিশিদা।জাপানের জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত আছে। তাই রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও স্বল্প মেয়াদে জ্বালানি খাতে তাত্‍ক্ষণিকভাবে বড় ধরনের কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কিশিদা।"পরিস্থিতি খারাপ হলে জাপান দ্রুতই আরও বাড়তি পদক্ষেপ নেবে" বলেও জানিয়েছেন তিনি।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]