বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-05-2023

বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। চ্যান্সেলর মো: সাহাবুদ্দিনের সাথে গতকাল বঙ্গভবনে পৃথকভাবে দু’টি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসি অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র‌্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্র‌্যাকইউ) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ গতকাল দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুই ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


রাষ্ট্রপ্রধান জাককানইবির ভিসির সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এর আগে ব্র‌্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সে দিকে খেয়াল রাখতে হবে’। এ সময় রাষ্ট্রপতির কার‌্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]