মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন মারা গেছেন।আহত হয়েছেন ৩৩ জন।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। রোববার এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর এনডিটিভির।
নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানায়, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ৪৯ ফুট নিচে একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
টুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।