যৌন ক্ষমতা বাড়াবে এই প্রাণীর তেল


লাইফস্টাইল ডেস্ক : , আপডেট করা হয়েছে : 01-05-2023

যৌন ক্ষমতা বাড়াবে এই প্রাণীর তেল

নানা দিক  সঙ্কটে পাকিস্তান ৷ এএফপি সূত্রের খবর, সম্প্রতি সে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যৌন উত্তেজক ওষুধের ব্যবহার ৷

আর এর জেরেই সে দেশে জাঁকিয়ে বসেছে আরেক ব্যবসা ৷ তাতে যে কতটা লাভ হচ্ছে, তা এখনও প্রমাণিত নয় ৷ 

সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে নাকি দেদার বিকোচ্ছে টিকটিকি জাতীয় একটি প্রাণীর শরীরের ফ্যাট থেকে তৈরি করা একপ্রকার তেল৷ স্থানীয় বিক্রেতাদের দাবি, সেই তেল নাকি পাকিস্তানের পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করছে৷ 

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রাওয়ালপিণ্ডির রাস্তায় রাস্তায় এখন বিক্রি হচ্ছে হার্ডউইকস স্পাইনি টেলড লিজার্ডের শরীরের ফ্যাট থেকে তৈরি তেল৷

পাকিস্তানে এই লিজার্ড পরিচিত স্যান্ডা লিজার্ড হিসাবে৷ স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই লিজার্ডের শরীরের ফ্যাটের সঙ্গে কাঁকড়াবিছের শরীরের তেল এবং লঙ্কা মিছিয়ে একপ্রকার তেল তৈরি করা হচ্ছে৷ যার নাম স্যান্ডা ওয়েল৷

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই স্যান্ডা ওয়েল নিমেষেই পুরুষদের যৌন ক্ষমতা বাড়িয়ে দেওয়ার অব্যর্থ ওষুধ৷ 

সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, এই সমস্ত ব্যবসায়ীরা ক্রেতাদের সামনেই লিজার্ডকে ছুরি দিয়ে কেটে, তার শরীর থেকে চর্বি জাতীয় অংশ বার করছে৷ তার পরে তৈরি করে দিচ্ছে তেল ৷ (ছবি, এএফপি)

বিক্রেতাদের দাবি, তারা এই টিকটিকি জাতীয় প্রাণীকে ধরেই তার পিঠের শিরদাঁড়া ভেঙে দেয়৷ তার পরে তাদের বাজারে নিয়ে আসে৷ এই ধরনের লিজার্ডসাধারণত পাওয়া যায়, পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশে৷(ছবি, এএফপি)

পাকিস্তানের রাওয়ালপিণ্ডির রাজাবাজারের এক বিক্রেতা সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সরীসৃপের শরীরের মাত্র ৫ ফোঁটা তেল পুরুষদের শরীর টগবগে করে দেওয়ার পক্ষে যথেষ্ট৷ কিন্তু, সে তো ব্যবসায়ীদের দাবি, চিকিৎসকেরা এ নিয়ে কী বলছেন? এসব কি সত্যি কথা?(ছবি, এএফপি)

ইসলামাবাদের এক চিকিৎসক আহমেদ সাহাবকে এই লিজার্ড ওয়েলের কার্যক্ষমতার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন করেন এএফপি-র সাংবাদিক৷ তাঁর সপাট উত্তর, আসলে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এই ব্যবসায়ীরা৷ আর শয়ে শয়ে মারা পড়ছে নিরপরাধ এই বন্যপ্রাণিরা৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ৷ 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]