লাদেন-হত্যার দিন হোয়াইট হাউসের অদেখা ছবি সামনে এল !


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 30-04-2023

লাদেন-হত্যার দিন হোয়াইট হাউসের অদেখা ছবি সামনে এল !

ওসামা বিন লাদেন। নামটা শুনলেই আজও কেঁপে ওঠেন অনেকেই। ২০১১ সালের ১ মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল আধিকারিকের গুলিতে প্রাণ হারিয়েছিলেন আল-কায়দা প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল চক্রী লাদেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সেদিনের সেই অভিযানের সময় হোয়াইট হাউসের ভিতরকার কিছু ছবি সম্প্রতি সামনে এসেছে। আর তা থেকে স্পষ্ট, ৯/১১ হামলার (9/11 attack) মূল কান্ডারি জঙ্গি নিধন অভিযানের সময় টানটান উত্তেজনা ছিল হোয়াইট হাউজেও।

সেদিন আফগানিস্তানে অভিযানের পরিচালনার দায়িত্ব ছিলেন অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন। বিকেল ৪টে নাগাদ একটি ঘরে বসে সেই ঘটনার লাইভ টেলিকাস্ট দেখছিলেন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা। তাঁর সঙ্গে ছিল জাতীয় নিরাপত্তা দলের আধিকারিকরা। প্রকাশিত ছবিতে তাঁদের সকলের চোখেমুখে উত্তেজনার ছাপ স্পষ্ট।

কিছুক্ষণের মধ্যেই আফগানিস্তান থেকে খবর আসে, ‘গেরোনিমো’ নিধনের কাজ শেষ হয়েছে। গেরোনিমো ছিল সেই অভিযানে ওসামা বিন লাদেনের কোড নেম। সেই খবর শুনেই উল্লসিত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সকলের দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘আমরা ওকে ধরতে পেরেছি!’ কনফারেন্স রুমে উপস্থিত নিরাপত্তা কর্মীদের মুখ থেকে ভ্রূকুটি সরে গিয়ে চিলতে হাসি দেখা দিচ্ছিল তখন।

অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন জানান, তিনি একটি দেহ দেখতে পাচ্ছেন, যেটি তাঁর অনুমান, ওসামা বিন লাদেনেরই। লাদেনের উচ্চতা ছিল ৬.৪ ফুট। দেহটি যে সত্যিই লাদেনের সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তিনি অভিযানে থাকা ৬.২ ফুট উচ্চতার এক আধিকারিককে মাপ নেওয়ার জন্য দেহটির পাশে শুয়ে পড়তে নির্দেশ দেন। এটাই খানিক বিরক্ত বোধ করেন ওবামা। ‘সত্যি, বিল, এত পরিকল্পনা হলেও আর তুমি একটা মাপার ফিতে নিয়ে যেতে পারলেন না?’ প্রশ্ন করেন ওবামা।

অভিযানের সাফল্যের কথা ফোন করে নিজে প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টনকে জানান ওবামা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলই জারদারিকেও ফোন করেন তিনি।

দেহটি সত্যিই আল কায়দা প্রধানের, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সেই রাতেই সে কথা ঘোষণা করবেন বলে ঠিক করেন ওবামা। এরপরেই ভাষণ দেওয়ার জন্য হোয়াইট হাউজের উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

প্রাথমিকভাবে জাতির উদ্দেশে একটি ভাষণে লাদেনকে হত্যা করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে তাঁর সেই ভাষণে কিছু অদলবদল করেন হোয়াইট হাউজের কর্মীরা।সূত্রের খবর, ওবামা চেয়েছিলেন, বিশ্বের কাছে এই বার্তা যাক যে আমেরিকা যদি সত্যিই কোন কিছুতে লেগে থাকে তাহলে তারা বড় কিছু করে দেখাতে পারে।

কটি ছবিতে দেখা যাচ্ছে ব্যারাক ওবামার পাশে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন।

শেষমেষ রাত ১১.৪২ নাগাদ সেই পরিবর্তিত ভাষণ পাঠ করেন প্রেসিডেন্ট, যা বিশ্বজুড়ে সম্প্রচার করা হয়। তিনি বলতে শুরু করেন, ‘শুভ সন্ধ্যা। আজ রাতে আমি আমেরিকার মানুষ এবং সারা বিশ্বের কাছে একথা জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অভিযান পরিচালনা করেছে যা আল কায়দার নেতা এবং একজন সন্ত্রাসবাদী যিনি হাজার হাজার নিরীহ পুরুষ, মহিলা এবং শিশুদের হত্যার জন্য দায়ী, সেই ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]