কর্নাটক বিধানসভার ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা প্রচারের সূচনা হচ্ছে শুক্রবার। তার আগের দিন প্রধানমন্ত্রীকে তীব্র নিশানা করল কংগ্রেস। সরব হয়েছেন রাহুল ও প্রিয়ঙ্কা। দলের অভিযোগ, বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মজার কাহিনি শোনাতে গিয়ে এক ছাত্রীর সুইসাইড নোটে ভুল বানান নিয়ে রসিকতা করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথা শুনে হাসির ফোয়ারা ছোটে দর্শকদের মধ্যে। কংগ্রেস বলছে, এটা নির্মম উপহাস। বৃহস্পতিবার থেকে কর্নাটকের প্রচারে মোদীর এই মন্তব্যকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছে হাত চিহ্ন শিবির। বিজেপি বা প্রধানমন্ত্রীর অফিস এখনও পর্যন্ত কংগ্রেসের অভিযোগ নিয়ে রা কাড়েনি।
টুইটে প্রিয়ঙ্কা বলেছেন, টেলিভিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং যাঁরা তাঁর কথা শুনে হেসে উঠেছিলেন তাঁদের নিজেদের আরও শিক্ষিত করা দরকার, দরকার সংবেদনশীল হওয়া। রাহুল গান্ধী অবশ্য বোনের মতো সুর চড়াননি। টুইটে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এভাবে রসিকতা করা ঠিক হয়নি। হাজার হাজার বাবা-মা আত্মহত্যা করা সন্তানদের হারিয়ে দিশেহারা অবস্থার মধ্যে আছেন।’
অনুষ্ঠানে মোদীর বক্তব্যের ভিডিও ট্যাগ করে, প্রিয়াঙ্কা টুইটে বলেছেন, ‘আত্মহত্যা হাসির বিষয় নয়৷ জাতীয় অপরাধ পঞ্জীর রিপোর্ট অনুযায়ী ২০২১-এ এক লাখ ৬৪ হাজার ভারতীয় আত্মহত্যা করেছেন৷ যার মধ্যে একটি বিশাল অংশের বয়স ৩০ বছরের কম। এটি একটি ট্র্যাজেডি। রসিকতা নয়।’
প্রধানমন্ত্রী মোদী বুধবারের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কথা প্রসঙ্গে বলেছিলেন, ‘একটা মজার কথা শোনাই। একটি মেয়ে আত্মহত্যা করার পর বাবা একটি সুইসাইড নোট উদ্ধার করেন। সুইসাইড নোটে ভুল বানান দেখে তিনি আফসোস করতে শুরু করেন। বলেন, আমি একজন প্রফেসর। এতদিন ধরে শেখালাম। তারপরেও সুইসাইড নোটে বানান ভুল!’
প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়েই সরব হয়েছেন কংগ্রেসের ভাই-বোন। দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং যাঁরা তাঁর কৌতুক শুনে আন্তরিকভাবে হাসছেন তাঁদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলিকে উপহাস করার পরিবর্তে নিজেদেরকে আরও ভালভাবে শিক্ষিত এবং সচেতন হওয়া দরকার। কংগ্রেস দলীয় টুইটার হ্যান্ডেল থেকেও মোদীর মন্তব্যের ভিডিও শেয়ার করে তাঁর সমালোচনা করেছে। কংগ্রেস বলেছে, ‘প্রধানমন্ত্রী আত্মহত্যা নিয়ে কৌতুক করেছেন।’ আত্মহত্যার মতো বিষয় নিয়ে নিয়ে কেউ এতটা অসংবেদনশীল কীভাবে হতে পারেন!