নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে পেঙ্গুইনের এমআরআই স্ক্যান বিশ্বে প্রথম এমন ঘটনা। সে শহরের ওয়েমাউথ এলাকায় সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কের এই ঘটনায়, ফেয়ারি প্রজাতির ওই পেঙ্গুইনটির নাম চাকা। তার ভারসাম্যের সমস্যা আছে, এমনটাই জানা গেছে।
পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, চাকার চলাফেরায় কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যা স্নায়ুজনিত কোনও কারণে কিনা জানার জন্য পার্ক কর্তৃপক্ষ পেঙ্গুইনটির চিকিৎসার বন্দোবস্ত করেন। ঠিক কী ধরনের ভারসাম্যজনিত সমস্যা হচ্ছে তা খুঁজে দেখার জন্য এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিবৃতি জারি করে কর্তৃপক্ষ জানান, চিকিৎসকরা এমআরআই করে চাকার দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাকে সারাক্ষণ নজরে রাখা হচ্ছে।
ডাক্তারদের বক্তব্য, চাকা সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করে ও আর পাঁচটা পেঙ্গুইনের সঙ্গে দিব্যি মিলেমিশে থাকে। তাই এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই।
পার্ক কর্তৃপক্ষ আরও জানান, এই এমআরআই স্ক্যানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রক্রিয়াটি সফল হলে এই পরীক্ষা অন্যান্য প্রাণীদের উপরেও প্রয়োগ করা হবে। ফলে পশু চিকিৎসার ক্ষেত্রটি আরও প্রসারিত হবে।