৮১ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডুবে যাওয়া জাহাজের সন্ধান


তুরজিম তানজিম : , আপডেট করা হয়েছে : 25-04-2023

৮১ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডুবে যাওয়া জাহাজের অবশেষে হদিশ মিলল৷ তলিয়ে যাওয়া সেই জাহাজের সন্ধান পাওয়া গেল দক্ষিণ চিন সাগরের অতলে৷ সলিলসমাধি হয়ে যাওয়া সেই ‘এস এস মন্টেভিডিয়ো মারু’ জাহাজে ছিলেন ৮৬৪ জন অস্ট্রেলীয় সেনা-সহ অন্তত হাজার জন যাত্রী৷ মার্কিন ডুবোজাহাজের ধাক্কায় মন্টেভিডিয়ো মারু ডুবে গিয়েছিল ফিলিপিন্স উপকূলের কাছে৷ সেই ঘটনার ৮১ বছর পর অবশেষে সন্ধান মিলল সেই জাহাজের৷

১৯৪২ সালে পাপুয়া নিউগিনি থেকে চিনের হেনান প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল জাপানি বাণিজ্যতরী মন্টেভিডিয়ো মারু৷ ফিলিপিন্স উপকূলের কাছে মার্কিন ডুবোজাহাজের ধাক্কায় সেটি ডুবে যায়৷ অস্ট্রেলীয় সেনাদের কথা জানা গেলেও কোনও যুদ্ধবন্দি ছিলেন কিনা জানা যায়নি৷

তবে ওই জাহাজডুবির ঘটনায় কেউ জীবিত ছিলেন না বলেই ধারণা৷ অস্ট্রেলিয়ার ইতিহাসে এই ঘটনাকে ‘সবথেকে বড় সামুদ্রিক বিপর্যয়’ বলে চিহ্নিত করা হয়৷

৮১ বছর পর সেই বিস্মৃত জাহাজের সন্ধান মিলল ফিলিপিন্সের লুজন দ্বীপের উত্তরপশ্চিমে চিনসাগরের ১৩ হাজার ১২৩ ফুট গভীরে৷ সামুদ্রিক প্রত্নতত্ত্ব নিয়ে কর্মরত এক সংস্থার করা সমীক্ষাই সলিলসমাধি হওয়া জাহাজের সন্ধান দিয়েছে৷


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]