রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পোনে ৭টায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার মার্কেট বন্ধের দিন হলেও শাহজালাল মার্কেটের কয়েকটি দোকান খোলা ছিল। সেসব দোকান থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।
আমরিন বুক হাউজ নামে একটি দোকানের মালিক জানান, আগুনে ইতোমধ্যে তার দোকানের সব বই পুড়ে গেছে।
বন্ধের দিনেও দোকান খোলা রেখেছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনার কারণে যে ক্ষতির স্বীকার হয়েছিলেন সেটি পুষিয়ে নিতেই দোকান খোলা ছিল।
তিনি বলেন, কিছু করার ছিল না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর কাজে ছুটোছুটি করতে দেখা গেছে।
এদিকে, ঘটনাস্থলে দোকানের মালিক-কর্মচারী ছাড়াও ভিড় করছে উৎসুক জনতা। এ কারণে অগ্নিনির্বাপণ কাজে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নির্বাপণ কাজ নির্বিঘ্ন করতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) কাজ করছে।
রাজশাহীর সময় /এএইচ