পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-02-2022

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বাধীনতাকে গতকাল সোমবার স্বীকৃতি দেওয়ার পর সেখানে সৈন্য মোতায়েনের নির্দেশ দিলেন।

পশ্চিমারা মনে করছে, পুতিনের এই পদক্ষেপ সংকট আরো ঘনীভূত করবে। বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় তাত্‍ক্ষণিকভাবে পুতিনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। সেই অঞ্চলগুলোতে 'শান্তি বজায় রাখতে' রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সৈন্য পাঠাতেও বলেছেন তিনি। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন একটি ডিক্রি জারি করার পর বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দোনেত্‍স্ক শহর দিয়ে ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।

রাশিয়ার এই পদক্ষেপগুলোর কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা নিন্দা করছে এবং নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে, ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে পুতিনের এটি প্রথম বড় পদক্ষেপ কি না; যে ব্যাপারে পশ্চিমা দেশগুলো কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]