র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার হাতছানি বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-02-2022

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার হাতছানি বাংলাদেশের

রাত পোহালেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় টাইগাররা।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এদিকে, সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব থাকছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। পাশাপাশি রশিদ-নবিদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের।

বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিআই’র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লাল-সবুজ বাহিনী। এছাড়া বাংলাদেশের সমান ১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এশিয়ার পরাশক্তি ভারত।

আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতলে ১১০ পয়েন্ট নিয়ে আরও এগিয়ে যাবে তামিম বাহিনী।

এদিকে, আইসিসির সুপার লিগের হিসাব-নিকাশ ছাড়াও আফগানদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোবে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের অবস্থান সাত নম্বরে। তিন ম্যাচ জিতলে পাকিস্তানকে হটিয়ে ছয়ে উঠে যাবে তারা।

তবে দুই ম্যাচ জিতলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের। তবে আফগানদের কাছে সিরিজ হারলে পয়েন্ট খোয়াতে হবে বাংলাদেশকে। ২-১ ব্যবধানে আফগানরা সিরিজ জিতলে রেটিংয়ে তিন পয়েন্ট খোয়াবে বাংলাদেশ। 

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]