জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্সে পেয়েছিলেন মাত্র ৭৫০ টাকা ঊষা


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 17-04-2023

জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্সে পেয়েছিলেন মাত্র ৭৫০ টাকা ঊষা

পপ সঙ্গীতের সঙ্গে ভারতীয় শ্রোতাদের আলাপ করানোর পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। ‘অন্য রকম’ কণ্ঠস্বরেই দশকের পর দশক মঞ্চ মাতিয়েছেন তিনি, প্লে-ব্যাকেও সমান জনপ্রিয় সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। বর্ষীয়ান গায়িকা এবার মুখ খুললেন জীবনের প্রথম পেশাদার পারফরম্যান্স, প্রথম রোজগার নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঊষা জানিয়েছেন, গান গেয়ে তাঁর প্রথম রোজগার ছিল ৭৫০ টাকা। না, একটি পারফরম্যান্সের জন্য নয়। ওই টাকা ছিল তাঁর সারা মাসের রোজগার। 

‘ওটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমার কাকিমা আমাকে টুকটাক কাজ পেতে সাহায্য করতেন। আর আমার সবসময়ই সকলের জন্য গান গাইতে ভাল লাগত। আমি আমার জীবনের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছিলাম একটি হোটেলের সঙ্গে। সেটা একটা দারুণ অভিজ্ঞতা। সবশেষে আমি হাতে পেয়েছিলাম ৭৫০ টাকা। একটা শোয়ের জন্য নয়, ওই টাকাটা আমি পেয়েছিলাম পুরো মাসের জন্য। আমি ক্লাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতাম, সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। সেই সময় নাইট ক্লাবে গান গাইতেন যাঁরা, তাঁদের মধ্যে আমিই সর্বোচ্চ পারিশ্রমিক পেতাম। ওই টাকা রোজগারের আনন্দ অন্যরকম ছিল,’ জানিয়েছেন ঊষা।

শুধু মঞ্চে লাইভ পারফরম্যান্সই নয়, বছরের পর বছর বলিউডের নায়িকাদের কণ্ঠে গান গাইতে শোনা গেছে তাঁকে। বলিউডের ছবিতে গান গাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঊষা জানিয়েছেন, তাঁর পারফরম্যান্স দেখতে নাইট ক্লাবে এসেছিলেন স্বয়ং দেবানন্দ। 

‘বলিউডে গান গাওয়া শুরু হয়েছিল, যখন আমার অনুষ্ঠান দেখতে দিল্লির একটি নাইট ক্লাবে এসেছিলেন দেব আনন্দ। ওঁর সঙ্গে দেখা হওয়ার পর আমি ভীষণ উত্তেজিত ছিলাম কারণ গান গাওয়া শেষ হওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করেন, আমি ওঁর প্রজেক্ট হরে রামা হরে কৃষ্ণতে কাজ করতে চাই কিনা। সেই সাক্ষাৎ অত্যন্ত স্পেশাল ছিল কারণ উনি আমার কণ্ঠস্বর খুবই পছন্দ করেছিলেন। আমার গান গাওয়ার ধরনও খুব পছন্দ হয়েছিল ওঁর। তারপরেই আমি আর ডি বর্মন,বাপ্পি লাহিড়ীর মতো প্রবাদপ্রতিম সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম,’ সাক্ষাৎকারে জানিয়েছেন শিল্পী।

‘হরে রামা হরে কৃষ্ণ’ ছাড়াও ‘পেয়ারে দুশমন’, ‘শান’, ‘আরমান’, ‘ডিস্কো ড্যান্সার’-এর মতো ছবিতে প্লে ব্যাক করেছেন ঊষা। এছাড়াও ‘কভি খুশি কভি গম’, ‘ডন ২’, ‘৭ খুন মাফ’, ‘কাহানি’, ‘রক অন ২’ ছবিতে গান গেয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। ইন্ডিয়ান আইডল, সারেগামাপা লিটল চ্যাম্পিয়ন, ভারত কি শান: সিঙ্গিং স্টার, এবং দ্য ভয়েজ-এর মতো রিয়েলিটি শোতেও দেখা গেছে উষা উত্থুপকে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]