জামায়াতে ইসলামী বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা৷ আওয়ামী লিগ টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকেও কেন জামায়াত নিষিদ্ধ করছে না, এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা৷ তিনি বলেন, 'এই প্রশ্নটি আমি বারবার তুলি, কিন্তু এখন পর্যন্ত কেউ এর উত্তর দিতে পারল না৷'
বিএনপি কেন জামায়াতের সঙ্গ ছাড়ছে না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'তর্কের খাতিরে বলছি৷ আমরা তো খারাপ, তাই জামায়াতকে নিয়ে আছি৷ আওয়ামী লিগ তো সহীহ, আওয়ামী লিগ তো সাধু, আওয়ামী লিগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল৷ তাহলে আওয়ামী লিগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে না৷ এটাই রাজনীতি৷ তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না? এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লিগও করছে৷ ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি আওয়ামী লিগ খুব ভালো করে৷'
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অংশ নিয়ে এইসব কথা বলেন বিএনপির এই নেত্রী৷ টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল 'রাজনীতিতে ধর্ম: বিএনপি ও আওয়ামী লিগ'৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়৷
আওয়ামী লিগ ক্ষমতায় থাকার সময় রামু থেকে শুরু করে নাসিরনগর হয়ে কুমিল্লা পর্যন্ত নানা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে ৷ কিন্তু এর কোনওটিরই দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি কেন? এর উত্তরে সুভাষ সিংহ রায় বলেন, '১৯৭৩ সালে সংবিধানের ১২ এবং ৭৮ অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিএনপি ক্ষমতায় এসে ধারাগুলো বাতিল করে দিয়েছিল৷' এর উত্তরে রুমিন ফারহানা পালটা প্রশ্ন করেন, আওয়ামী লিগ এতদিন ক্ষমতায় থেকে সংবিধানের অনেক কিছু পরিবর্তন আনলেও এই অনুচ্ছেদগুলো ফিরিয়ে আনেনি কেন!
তথ্য সূত্র: হিন্দুস্থান টাইমস্ বাংলা।