বিল ফেটে চৌচির, বৃষ্টি হলেই বিলটি তার যৌবন ফিরে পাবে


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 15-04-2023

বিল ফেটে চৌচির, বৃষ্টি হলেই বিলটি তার যৌবন ফিরে পাবে

নওগাঁর সাপাহারের প্রাকৃতিক মৎস্য সম্পদের ভান্ডার 'জবই বিল'। এখান থেকে মাছ ধরে চলত অনেক জেলের সংসার। পাতে মাছ উঠত অনেক পরিবারের। প্রচণ্ড দাপদাহ, অনাবৃষ্টি ও খরার কারণে এখন বিলের পানি শুকিয়ে গেছে। শুধু পানি শুকায়নি, বিলের মাটিও ফেটে চৌচির। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরো বিল সিলগালা করে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এদিকে এলাকার অনেক আবাদি ধানি জমিতে সেচের পানি দেওয়া হতো বিল থেকে। বিল শুকিয়ে যাওয়ায় এখন পানি পাচ্ছে না ধান। এতে বিপাকে পড়েছেন চাষিরা। বর্তমানে বিলটি মরা খালে পরিণত হয়েছে।

বিলের মৎস্যজীবী সমিতির সভাপতি বকুলসহ অনেক বলেন, বিলে কয়েকটি কাঠা বা মা মাছের অভয়াশ্রম রয়েছে। সেখানে মা মাছ সংরক্ষণ করা আছে। এগুলো রক্ষা করা গেলে এবং বৃষ্টি নামলে বিলটি আবারও প্রাকৃতিক মাছে ভরপুর হয়ে যাবে। তাই বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে বিলে যে কোন ধরণের মাছ ধরা নিষিদ্ধকরণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ইতিমধ্যে বিলের মা মাছ সংরক্ষণে সকল প্রকার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলে মাছ ধরা আপাতত সম্পূর্ণ নিষিদ্ধ। বৃষ্টি হলেই আবারও প্রাকৃতিক বিলটি তার যৌবন ফিরে পাবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]