চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 15-04-2023

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রির) সকালে দর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, গোমস্তাপুরের বিষুক্ষেত্র (বঙ্গলপুর) গ্রামের মো.টুটুলের ছেলে ট্রাক্টরের সহকারী বাশার আলী (২০) এবং শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে মোসা.মাসরুফা (৪)।

পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে নূহুষ্ট্যান্ড নামক স্থানে একটি যাত্রীবাহী বাস একটি  ইটবোঝাই ট্রাক্টর-ট্রলিকে ওভারট্রেক করার সময় পাশ থেকে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরটি সড়ক পাশে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত হন ট্রাক্টরের সহকারী বাশার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন ট্রাক্টরচালক। 

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন,আাবেদনের প্রেক্ষিতে বাসারের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ভ্যান থেকে পড়ে  মাসরুফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই ভ্যানের যাত্রী ছিল। মাসরুফা শিবগঞ্জের দূর্লভপুর ইউনিযনের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে। 

শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন,আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় শিশুটি। 

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ ঘটনাটি জানার পর তদন্ত শুরু করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]