যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 14-04-2023

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় নথি ফাঁস এবং সেসব নথি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড। তিনি বলেন, গ্রেপ্তার জ্যাক টাশেরা (২১) মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল এজেন্টরা টিশেরাকে তার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরপরই শর্টস, টি-শার্ট ও কেডস পরা টিশারাকে দ্রুততার সঙ্গে একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যাওয়া হয়।

এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহের শেষ থেকে এফবিআই তদন্তে পাওয়া ইশারইঙ্গিত কঠোরভাবে খতিয়ে দেখছে। অবশেষে বৃহস্পতিবর একজনকে গ্রেপ্তার করেছে। এ গ্রেপ্তারের ঘটনা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ও আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনা আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।’

অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড বলেন, অনুমতি ব্যতীত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এর তথ্য বেহাতের ঘটনা তদন্তে সন্দেহভাজন টাশেরাকে গ্রেপ্তার করেছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের বিচারবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গারলান্ড জানান, ‘এফবিআই সদস্যরা বৃহস্পতিবর বিকেলে টাশেরাকে গ্রেপ্তার করেছেন। এ নিয়ে তদন্ত চলমান।’ তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। এরিয়াল নিউজের ভিডিওতে দেখা গেছে, মাথার পেছনে দুই রাখা টিশেরাকে পেছন দিকে হাঁটিয়ে একটি সাঁজোয়া যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি গাড়ির পেছনে বসিয়ে রাখা হয়েছে।

তবে টিশেরার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় তা জানায়নি। তবে জাতীয় প্রতিরক্ষা তথ্য নিজের কাছে রাখা ও তা ছড়িয়ে দেয়ার জন্য তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।

টিশেরাকে শুক্রবার আদালতে হাজির করা হতে পারে বলে বস্টনের মার্কিন অ্যাটর্নি দপ্তরের মুখপাত্র জানিয়েছেন।

এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছেন ইউক্রেনের সেনারা, এমনটাই বলা রয়েছে ফাঁস হওয়া নথিতে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]