সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদা গ্রেফতার


হেনা , আপডেট করা হয়েছে : 13-04-2023

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদা গ্রেফতার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা হতে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (১২ এপ্রিল) রাত পোনে ১২টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীরা হলো: কুমিল্লা জেলার বোরুড়া থানাধীন তলেগ্রাম গ্রামের মজলু স্ত্রী মোসাঃ আয়শা খাতুন (৪০) ও একই জেলার চৌদ্দগ্রাম থানাধীন  কলা বাগান গ্রামের কবির হোসেনের স্ত্রী মোসাঃ মুর্শেদা খাতুন (৪৫)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]