দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ করার অঙ্গীকার প্রণয় ভার্মার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2023

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ করার অঙ্গীকার প্রণয় ভার্মার

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের মূলে নিহিত বাংলাদেশ ও ভারতের বিশেষ ও বহুমুখী সম্পর্ক। এ গভীর সম্পর্ক আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সরকার, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ী মহল, একাডেমিয়া, মিডিয়া ও সাংস্কৃতিক মহলসহ বাংলাদেশের সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন।

এ ইফতার অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের পরিবেশ বন ও জল


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]