সন্তান জন্ম দিলেই সাড়ে ১০ হাজার ডলার


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-04-2023

সন্তান জন্ম দিলেই সাড়ে ১০ হাজার ডলার

দক্ষিণ কোরিয়ায় নতুন বাবা-মা সন্তান জন্ম দিলেই ১০ হাজার ৫০০ মার্কিন ডলার পাবেন। জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়া এ ধরনের প্রণোদনা ঘোষণা করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে দেশে প্রসবের পর মায়েদের ১ হাজার ৫১০ ডলার দেওয়া হয়েছে। যা ইউরোপের অনেক দেশের চেয়েও বেশি। পরিবারগুলোকে এক বছর বয়স পর্যন্ত ৫২৮ ডলার এবং দুই বছর বয়স পর্যন্ত ২৬৪ ডলার প্রদান করা হয়।

এটি বাড়িয়ে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার করা হয়েছে, যা পাওয়া যাবে ২০২৪ সাল থেকে। এছাড়া সন্তান স্কুলে না যাওয়া পর্যন্ত পরিবার আরও আর্থিক সহায়তা পাবে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে জন্মহার বিশ্বের সর্বনিম্ন। দিন দিন বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা।

বিশ্লেষকরা এ ধরনের পরিস্থিতির জন্য জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে দায়ী করছেন। অত্যধিক বাড়ি ভাড়া, ঋণের বোঝা এবং শিশু লালন-পালনের উচ্চ ব্যয়ের কারণে অনেকেই সন্তান নিতে আগ্রহী নন। যার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]