সিরাজগঞ্জে ট্রাকচাপায় চাপায় নিহত ১


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2023

সিরাজগঞ্জে ট্রাকচাপায় চাপায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকচাপায় নজরুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার আলোকদিয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে নজরুল হেঁটে নির্মাণাধীন নলকা সেতু পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]