অনলাইন বুলেটিন পড়ার জন্য কুয়েতের একটি নিউজ পোর্টাল কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ভার্চুয়াল নিউজ প্রেজেন্টার চালু করেছে। রবিবার ওই পোর্টালের টুইটার অ্যাকাউন্টে দেখা যায়, কালো জ্যাকেট, সাদা টি-শার্ট পরা, একমাথা খোলা চুল নিয়ে এক মহিলা কথা বলছেন। তিনি আরবি ভাষায় বলেন, ‘আমার নাম ফেদহা। আমি কুয়েত মিডিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত নিউজ প্রেজেন্টার। কী ধরনের খবর আপনারা পছন্দ করেন, আমাদের জানান।’
সোশ্যাল মিডিয়ায় ফেদহার ১৩ সেকেন্ডের এই প্রথম ভিডিও প্রকাশিত হতেই বিপুল সাড়া পড়ে সাংবাদিকমহলে। প্রতিক্রিয়ার বন্যায় উপচে পড়ে সমাজমাধ্যম।
গালফ অঞ্চলে ১৯৬১ সালে চালু হওয়া প্রথম ইংরেজি দৈনিক, কুয়েত টাইমসের সঙ্গে জড়িত ওই নিউজ পোর্টাল। দৈনিকটির সহ-সম্পাদক আবদুল্লাহ বোফতেইন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মননশীল কনটেন্ট তৈরি করতে পারে, এই পদক্ষেপ তারই পরীক্ষানিরীক্ষা।
বোফতেইন আরও জানান, ‘ফেদহা’ কুয়েতের বেশ জনপ্রিয় নাম, যার অর্থ রুপো। ধাতব রোবটের রং রূপোলি হয় বলেই এমন নামকরণ। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে ফেদহার আরবি ভাষায় চলে আসবে কুয়েতি টানও। ফলে তাঁর পক্ষে নিউজ পোর্টালের টুইটারে ১.২ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে কথোপকথন আরও সহজ হয়ে যাবে। তাঁর মতে, ফেদহার সামগ্রিক চেহারা এবং নিজেকে জনসমক্ষে উপস্থাপনা করার ক্ষমতা প্রশংসনীয়।